দিগন্ত ছুঁয়ে যায়, মাঠ ভরা সবুজ ধানে
শিশিরবিন্দু ঝরে শীতের আগমনী গানে,
প্রভাতের মিষ্টি রোদে মনি মুক্তো ঝরে
কৃষকের ঘর নবান্নের  আনন্দে ভরে ।


শারদ শরতে সাজে সব বাঙালীর ঘর
শারদীয় দুর্গা উৎসবে যেন নয় কেউ পর ,
কাশ ফুল ফুটে প্রকৃতি জাগে শুভ্রতায়
মুছে দেয় যত রাহুগ্রাসী লগ্ন কৃষ্ণকায়।


নীলাভ আকাশ সাদামেঘ সবুজের ছন্দে
তরুণীরা  সাজে মেঘবালিকা নৃত্যানন্দে ।
শাদা মেঘের ভেলা ভাসে আকাশের গায়
শরতের সারথি মেঘবালিকা নূপুর পায় ।


শারদ শরত উল্লাসে মুক্ত বিহঙ্গ অগণন
কবির কবিতায় জাগে প্রকৃতি ঋদ্ধ মনন
বহুরুপী প্রকৃতি আর ষড়ঋতুর এইদেশ
ফুল ফল রুপ রস রঙের নেই কোন শেষ  ।