মাঝে মাঝে অতর্কিত হামলা
ব্যাহত আমার  সন্ন্যাস জীবন ।  
ধর্ম সমাজ সম্পদ স্বজন কিছুই আমার নয় ,
লোভমগ্ন কসরত কৌশল বিমুখ
আমার একাগ্রতা, নিন্দিত যাপিত প্রহর
আমাকে নন্দিত করে রসদ যোগায় ।
পৃথিবীকে পৃথিবীর মত দেখতে
আমার প্রানপণ চাহনিতে যারা নগ্ন উত্তাপ ছড়ায়,
আর যাই হোক তারা মানুষ হতে পারেনা ।
ধর্ম প্রলুব্ধ সম্পদ আশ্রিত যাপিত জীবনের
সমাজ স্বজন ব্যাহত করে আমার সন্ন্যাস জীবন ।