বালিকা সুখে থাকো,
স্বপ্নের ফেরীওয়ালা, স্বপ্ন বানিয়ে
সাজাই  কথামালা,
স্বপ্ন বুনি দুচোখে তোমার;
ফেরী করে স্বপ্ন বিকা-ই সকাল-সন্ধ্যায়।
.........     ..........       .............        ......


সকালে সাজানো স্বপ্ন
সন্ধ্যায় হয় ধূসর
রাত্রির পঙক্তিমালা ভোরের শিশিরে মিলায়।।
........       .......      .............. ............


স্বপ্ন বোনা তোমার দু'চোখে
দেখি আমার সর্বনাশ.....
.........     ........        .........       ........

স্বপ্নীল কবিতার বুকে নৈশব্দের আকিঁবুকি
কবিতাহীনতায় কবি নির্বাক চেয়ে রয়
ফেরীওয়ালা স্বপ্ন ভুলে বেপথে যায়।