চোখ- দুটি খুব জ্বালাপোড়া করে
সভ্যতার পানে চেয়ে ,
নষ্টামি আর ভন্ডামি দেখে ,
জল পড়ে  বেয়ে , বেয়ে।


মানুষ গড়ার কারিগর যিনি ,
দেখে তাহাদের স্বভাব ,
চোখ -দুটি রোজ ছল , ছল করে ,
শিক্ষার বড়ই অভাব।


বিদ্যাপিঠে ঘটছে রোজি
অ -শিক্ষা মূলক ঘটনা ,
চিকিৎসা নামের কসাইখানায়....
চোখের ঘোর যে ,কাটে না।


ন্যায়নীতি আর রাজনীতি যেন ,
দু -জনে  ভাই , ভাই ,
শব্দে মাত্র উপস্থিতি ,
আসলে কিছুই নাই।


বিচার কার্য দেখে আজি ,
ছানাবড়া হয় চোখ ,
শাসন কর্তার কথা শোনে ,
নির্লজ্জও ,লুকায় মুখ।


ধর্মের নতুন ব্যাখ্যা দিচ্ছে ,
নিয়েছে যেন ইজারা ,
মোনাজাত কবুল হবে না কভু ,
যদি , না করে তাহারা।


সংস্কৃতি যেন , কুমারপাড়ার
মাটির তৈরি ঘোড়া,
যেমন খুশি , তেমন করে ,
লাগিয়ে দিচ্ছে জোড়া।


অসহায় আর দুঃখীরা আজি ,
সমাজের জন্য বুঝা ,
ধনীদের দাবি ,ইহাদের জন্য
হোক , নতুন গ্রহ খুজা।


বেটারা শুধু নাই , নাই করে ,
পরিবেশ করে নষ্ট ,
ওরা কি আর বুঝিতে পারে ,
সভ্যতা বাঁচানোর কষ্ট।


দেশটা তাহারা বাঁচিয়ে রেখেছে ,
মানুষ মরে , না খেয়ে ,
তাই দেখে চোখ মুদে আসে ,
থাকিতে পারি না চেয়ে।


আর কত কি ? দেখতে হবে ,
তা , ঠিক জানিনে ,
চোখ- দুটি তাই সচল রাখতে ,
আছি , চশমার সন্ধানে।