ক্লান্ত শিয়রে জেগে থাকে সনেট; টেবিলে কলমদানি, গুটিকয় রবীন্দ্রনাথ, সার্তে অন্যান্য।
মগজভর্তি আমিত্রাক্ষর দ্বন্দ্ব- জাগে বিস্ফোরণের বুবুক্ষতায়। এ বেলায় ঘুমকামাই হলো।
দিন সুযোগে ঝিমিয়ে নেব ঢের। তাই কিছুটা ক্ষুধা ছূঁড়ে দাও- যাতনাদ্রোহ অনূভবে আনি।
আমার পাশে হাড়ের কারখানা, ভূখারা পাঁজর বিক্রি করে। আমি নাগরিক অকবি-স্যাঁতস্যাতে
মোড়কে অপ্রজ্জ্বল বারুদের আশ্বাস; নিষ্কাম আগুনের ক্রোধ কোথায় ধরে রাখি!