মা ডাকলেই- নদী ছূটে আসে, তরঙ্গ হিল্লোলে-
বয়ে যায় থির থির ঘুঙ্গুর দোলানো বালিকা কলহাস্যে।
মা ডাকতেই- সোনারোদ ঝুরঝুরিয়ে পড়ে
আমার শ্যামল গাঁয়ে, ছায়াহিম- তৃণ বৃক্ষ প্রান্তরে।


একদা করতোয়ার সহোদর ছিলাম-
শরীরে জলঝাপটা, শ্যাওলার স্রোত।
সেই কবে নদী ছিলাম! ঘোলা পানি সময়ে রং ধরে,
চিত্ হয়ে পড়ে থাকা বাঁকে, পলির সম্ভোগে।


একদা সমুদ্র ডেকেছিলো- মোহনায়।
শুকনো বক্ষে আজ জাগে নির্জীব বালিয়াড়ি।