সবুজউচ্চ পাহাড়মালায়
আঁধুলি চাঁদে মেঘবেষ্টন- রাখালতাড়িত পেঁজা আহা!
পূব-পশ্চিম আঁতিপাতি নীলাদ্র বেনামী পটে।  প্রেম ও
প্রহর আসে আনুভূমিক সমান্তরাল, ছায়াময় জোছনামন্থিত
বিলাপ সচল হয়। জেগে ওঠে রাতঘর, পাশবালিশ-


মেঘরাখাল ওহে-
অনাদিকাল পরাবাস্তব এই ভাবনায় নিমজ্জন।