০০
শৈশব কাটে ঘুঘুরঙ্গা স্মরণঘাটে। বৃষ্টিলব্ধ বাতাসদিনের স্নেহডাকে। অবিকৃত কথাগন্ধে হুটোপুটি খায় পাখিশাবক ও সিঁদুর পিঁপড়ের রেললাইন। আর সাথে পানাদামভর্তি মজা পুকুর। বিলতটে ঝাপসা বিকেল জড়ানো শৈতের ছদ্মরূপ। বয়ঃঘাটে মৃতশৈশব জৈব রঙে
শরীরঘামে শুকায়। সূর্যোদয়  আঁকতে আঁকতে স্মৃতিঠোঁটে বয়ে আনি সূর্যাস্তের ইতিহাস।


০০
বয়স বাড়াচ্ছি না। আমিষ খাচ্ছি কিঞ্চিত। শাকান্নে
মনোলোভা জীবন। সুখেল উপকরণগুলো একে একে ঢেলে উপঢৌকন
সাজাই।পললে আঁকি বালিরাঙ্গা জলমুখ। বূড়োবালক আমি কলাবিদ্যায়
শৈশবের শার্শিপট। চৈত্রের প্রতিবিম্বে মেঘেদের গুপ্তচোখ,
জলে ভেসে যায়।