চৌকাঠে ধূলোছাপ, তোমার পা
বহির্মুখি পরম্পরায় দূরে
রাত গড়ানো গন্ধম ইশতেহারে
দেহ চুঁইয়ে নামলো আলো ভোরে


স্তব্ধতায় ঝিলিমিলি ঠোঁটে
আকুল রোদের তেজালো উড্ডীন
ট্রেন যাচ্ছে, আবছা নদীপাড়
স্মৃতি সন্ততি মদির আশ্লেষে লীন


বহির্মুখি পরম্পরায় আরো দূরে
ফুল ফোটে ঘুমগন্ধা ব্যতিহার
আর্গল খোলা, লৌকিক উম্মাতালে
অনিবার্য ভোর, রসসংযম অভিসার