কুয়াশা আচমনে যে দিন ভিজে আসে, তার পবিত্রতা থেকে শেখা
ভাবালুতার শিহরণ আমার দৃষ্টিকে ব্যাপ্ত করে। শশ্যক্ষেত পেড়িয়ে
বাদারের ঘনশীতলের নীরবতাকে অন্যদেশ মনে হয়। মনে হয়
মূক হয়ে থাকি, পান করি ধূসর সন্ন্যাস, ফিরে পাই পতঙ্গের
আঁধার কোরাস, পাখিদের পয়মন্ত দিন। এ ডানায় নিয়ে খড়ের
খুঁনসুটি আর চঞ্চুতে শাবকের আশ্বাস, নীড়ে ফেরার প্রত্যয়ে
পাখিজন্মের এ আকাশবিহার।