জানালার ওপাশে মেঘশিশু
পাহাড়যাপনের উচ্ছ্বলতায় তীব্রতর


বনতলীর অতলে রোদকলার মুক্তস্নান,
                           ছিপগাঁথা মাছের বিকেল
তিরতিরে বাতাসের শ্লোক।
মেঘবল্লরের ছাইরঙ্গা কাঠামোতে আপাত গন্ধবনিকের
ফেরি করা জলপুষ্পঘ্রাণ,তোমার উরন্ত চুলের গন্ধনামচা,
কাশফুলের বর্ণাঢ্য সফেদ।


এরপর বিসর্জনের ফেরত রাত্রিতে স্মৃতির বৈধব্য।


প্রাগুক্ত রোমন্থনের অনুচর গ্রন্থমালায় দীর্ঘশ্বাসের প্রজনন
                                        তোমার নিটোল নেশা।


বনতলী ছায়ায় জাগে, ভাসে
অতলবোধনে বোনে বোধিসত্ত্বের চাঁদ।