তোমার আগমন ছিলো পূজার দীপ,
মনে জ্বালালে আশার স্নিগ্ধ প্রদীপ।

তুমি এলে এই দেহ মন্দিরে নেমে এলো শান্তি,
কেটে গেলো ভালোবাসা নিয়ে ছিলো যত ভ্রান্তি।

তোমার আগমনে ফুল ফুটেছিলো রাত-দিন,
বুজেছিলাম ভালোবাসা - জীবন হয়েছিল রঙ্গিন।

আমার মনের মন্দিরে তুমি হলে পবিত্র দেবী,
তোমার স্পর্শে কেটেছিলো ব্যথার সব রবি।

চোখে তোমার ছিলো প্রেমের কোমল ভাষা,
তোমায় দেখে বললাম - এই কি হয় ভালোবাসা!

হাসিতে তোমার ছিলো স্বর্গ রাজ্যের ছোঁয়া,
তুমি এলে কেটে গেলো, ছিলো যত অন্ধকার ধোয়া।

তোমার ছোঁয়া ছিলো যেন পবিত্রতার ছায়া,
তুমি এলে তাই, তাই দেখলাম প্রেমোময়ী মায়া।