বৃষ্টির অবিরাম সন্ত্রাস উপেক্ষা করে আমাদের রক্তে এখন ময়ূর নাচে; বজ্রবিদ্যুতে জ্বলে ওঠে আদিকাম;  
কি অভিলাষে সহসা নক্ষত্র ক্ষুধা ছড়িয়ে পরে জলের করতলে- চক্‌চকে রুপালি মাছ দৃঢ় বিশ্বাসে যাদুর
বাক্স খোলে; বেরিয়ে আসে পৌরানিক সব কাহিনী-কাব্য রাক্ষস-খোক্কস,জন্ম-মৃত্যু,এক সমুদ্র হাঙর জীবন!
অবিকল আমাদের মতন; সমস্ত সবুজ নির্মূল হলে বুকের কাছে মুখ রাখে অর্ধমৃত হরিণ; শরীরে শরীরে
বাসা বাঁধে উইপোকা; চৌকাঠ ক্ষয়ে গেলে ধ্বসে পড়ে দরোজা; গোলাপের রক্ত মেখে হাতে ছায়া শরীর
বসে থাকে কার্নিসে; আমাদের অলক্ষে কখন যেন চাঁদের শরীর ছেনে জ্যোৎস্নার নহর নামে মৃত্তিকাধামে;
আমারা মাংস রুটির লোভে আগুনের দানা মুখে ভেসে যাই, ছিঁড়ে যাই একে অপরের থেকে দূরে বহু দূরে...