এখনো আকাঙ্ক্ষার বিনিদ্র হাত
অন্ধকারে বুকের কমল খোঁজে;
যদিও হৃদয়ের সমস্ত সবুজ
বিবর্ণ হলে শিশিরের মতো নিঃশব্দে
ঝরে পড়ে প্রেম আমাদের অগোচরে;
পায়ে পায়ে বিঁধে আর্তনাদ!
প্রজাপতির পাখায় তখন
হাজার রঙের বিষাদ!
আহা, সেই কবে
প্রতীক্ষার চাতক দিয়েছিল কথা
চিরচেনা পথে যদি হয় আবার দেখা –
পৃথিবীর গতির সাথে
পাল্টে যায় জীবনের রেখা;
তখনও জ্যোৎস্নায় খেলবে মননের ক্ষুধা!
নক্ষত্রের আগুনে জ্বলবে কামনা-বাসনা!
আর আমরা প্রেমের চিরন্তন কল্লোলে
ভাসতে ভাসতে
অগ্রাহ্য করে সময়ের দ্বিধা
ধরায় সৃষ্টি করবো অনন্য অমরাবতী!