সত্যি বলতে কি
আমাদের চক্ষুসয়ে গেছে
রোজ রোজ এইসব বর্বর দৃশ্য
দেখতে দেখতে আমাদের হৃদপিণ্ড
মৃত মাছের মতো শীতল হয়ে গেছে
রক্তের ভিতর ঢুকে পড়েছে ভালগারিজম (vulgarism)
রেন্ট সিকারদের (rent-seeker)দৌরাত্ম্যে
পাহাড়,নদী,বন খেলার মাঠ,ফুলের বাগান
সবি আমাদের ভোগ্য এখন।


রোজ সকালে খবরের কাগজ
আর বাজারের থলেতে মুখ গুঁজে
জীবনের আস্বাদ খোঁজে মধ্যবিত্ত
রাষ্ট্রযন্ত্র হ্যামিলিনের বাঁশিওয়ালার মতোন
জনসাধারণকে উৎসবের রাজনীতিতে
মোহগ্রস্ত করে রেখেছে
বড় বেশি উল্লাসপ্রবণ আমাদের চিত্ত এখন।


এদিকে মানুষের মাঝে
হিংস্রতা বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে
প্রেম হেরে যাচ্ছে অপ্রেমের কাছে
লুট হয়ে যাচ্ছে বিশ্বাস
আর ভালোবাসার একান্ত আশ্রয়।
সত্য ভেবে মিথ্যার ক্ষীণ আলোকে
আঁকড়ে ধরে মানুষ বাঁচতে চাইছে


সত্যি বলতে কি
আমাদের চক্ষুসয়ে গেছে
রোজ রোজ এইসব বর্বর দৃশ্য
দেখতে দেখতে আমাদের চক্ষুসয়ে গেছে।