তোমরা আমার চোখ বেঁধে দাও
আমি আর এইসব দেখতে চাই না
দেখতে চাই না
কীভাবে লুপ্ত হচ্ছে ভাষা, বোধ, চেতনা
কীভাবে লুট হয়ে যাচ্ছে
চকচকে মেধা, ফুলের মতো উজ্জ্বল প্রতিভা
জ্যোৎস্না শোভিত বাগান,শিশুর হাসি
আর রাত্রির জংঘায় ফেটে যাচ্ছে
কুসুমের মতো ভোর !


তোমরা আমার চোখ বেঁধে দাও
আমি আর এইসব দেখতে চাই না
দেখতে চাই না
এই বিবর্ণ সবুজে ঘাতকের নগ্ন ছায়া
বিশ্বাসের শামিয়ানায় তীক্ষ্ণ ছুরির ফলা
কীভাবে দূষিত হচ্ছে আলো ও হাওয়া
উঠোনের মাটি, শস্যের বীজ!


আমি আর দেখতে চাই না
কীভাবে ধর্মের ভাইরাসে আক্রান্ত হচ্ছে রাজনীতি
আর বদলে যাচ্ছে সত্ত্বার ইতিহাস !  
দেখতে চাই না  
ব্যবসায়িক গণতন্ত্র, মিথ্যা প্রতিশ্রুতি
বিজ্ঞাপনে ছাওয়া আকাশ
আর প্রিয়তমার হাতে জমে যাওয়া
সেই সব বরফসন্ধ্যা !!


আমার কানে উত্তপ্ত সীসা ঢেলে দাও
চিরবধির করে দাও আমাকে  
আমি আর এইসব শুনতে চাই না
শুনতে চাই না ঝরাপাতার সিম্ফনি
বন্ধ্যা নদীর চীৎকার
কোন ধর্ষিতা জননীর আর্তনাদ!


ওই সমুদ্রকে স্তব্ধ করে দাও
আমি আর শুনতে চাই না
জলের অনুনাদ, বোবা পাহাড়ের কান্না!  
আমি আর শুনতে চাই না
নীড়হারা কোন পাখির গান
জীবনের সেই সব ব্যর্থ স্লোগান
আমূল পাল্টে দেওয়া স্বপ্নের ইশতেহার !!  


আমি আর এইসব কিচ্ছু দেখতে চাই না
কিচ্ছু শুনতে চাই না
তোমরা আমাকে অন্ধ ও বধির করে দাও।