যদি হঠাৎ করেই ঘুরে যায় নিয়তি
জলচক্রে আমাকে ফেলে  
তোর দিকে ছুটতে থাকে পুরো মহানগরী
সঙ্গে নিয়ে তার সহস্র চোরাপথ, অলিগলি


ঘোর অন্ধকারে
ভুল নামে যদি কেউ চেঁচিয়ে বলে,
‘আমি এখনও তোর প্রেমিক আছি’
দিব্যি করে বলছি, ‘এখনো তোকে ভালোবাসি’
তার সাথে যাবি?

যদি কেউ চুমুর দোহায় দিয়ে নিলামে তোলে আকাশ,
গ্রহ নক্ষত্র, বিচ্ছুরিত আলোক রশ্মি
তার সাথে দেউলে হবি
ঠিকানাহীন ভেসে যাবি এক্কেবারে ?


তোর জোড়া পদ্মমূলে রক্ত মাংসের পিন্ড নয়
যদি কেউ শুধু হৃদয় খোঁজে
তার শাখা পল্লবে রোদের ঝিলিক হবি
বসন্ত উৎসবে কৃষ্ণচূড়ার লাল ?    


যদি কেউ চেয়ে বসে তোর চুলের গন্ধভরা দুপুর,
রাশি রাশি ঘুমের আবেগ, পুষ্প নূপুর
বুকের ভাঁজে মুখ লুকিয়ে যদি কেউ ফুঁপিয়ে কাঁদে  
কাঁদতে দিবি মনের সুখে ?

ভালোবেসে যদি কেউ আগলে রাখে সোহাগের নদী
পোষা বিড়াল, ভাঁড়ার ঘর, ঘটিবাটি মশলাপাতি
সবকিছু ফেলে তার সাথে যাবি
এক্কেবারে যাবি ?