গ্রীবায় অগ্নির ফোয়ারা
জ্যোৎস্নার ঢেউয়ে ঢেউয়ে
এমন নিপুন ভঙ্গিতে নেমে এলে
যেন পৃথিবীর সবকিছু মিথ্যা
শুধু ধ্রুবসত্য তুমি।
তোমার হেলেনীয় চোখে
পুড়ছে আমার সমৃদ্ধ নগর,বনানী।
এমন রাতে তোমাকে ভাঙার
শৈল্পিক কৌশল কেবল আমিই জানি।
স্বপ্নের ছদ্মবেশে যাবতীয় ঘুম  
লুট হয়ে গেলে
বেদনার নিঃশব্দ চরাচরে
কেবল ভালবাসার
রংকরা পালক পড়ে থাকে।  
তাই এসো-  
পরস্পরকে আবিষ্কারের নেশায়
আঙুলে আঙুলে
সেই সকল ক্রিয়াপদ সাজাই;
কার্তিকের ঘ্রাণ মাখা তনুতে
নতুন ধান্য ফলাই।