১০।
   বেদনার জমাট মেঘ থেকে
   ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে খসে
   পড়ো তুমি-
   তুমুল ভেজাও আমায়
   শীতল করো উষ্ণ ভূমি
   আমার ভাঁজে ভাঁজে মিশে যাও তুমি
   ভুমিকম্প হোক, সব কিছু ভেঙে পড়ুক
    শুধু অধরে অধর কথা বলুক ।।


১১।
       ও মেয়ে----
       তুমি অন্য কোন রূপে এসো!
       সবার আড়ালে থেকে
       শুধু আমাকেই ভালোবেস;
       তুমি শরতের মেঘ হয়ে ভেসো!
       কাশফুলের শুভ্রতায় ঠিক
       চিনে নিবো তোমায়;
        তুমি রংধনু হয়ে হেসো নিলীমায়!
        কে আছে আমার সুখে বিষ মিশায়!