জাগতিক অশ্রু, মৃত্যু ও স্বপ্নের সংঘাত এড়িয়ে  
নিষিদ্ধ ওমে গলছে মাংসল রাত্রির শরীর ।
আর আমি অন্ধকারে শব্দ ভেঙে ভেঙে
বহে যাচ্ছি নিরন্তর ফুল পাখিদের দেশে।
ফিনকি দিয়ে ছিটকে পড়ছে আলোর বীজ চৌদিকে।  
যদিও হয়ে উঠতে পারিনি এখনও  
সেই শৈল্পিক কৃষক যেমনটি তুমি যাঞ্চা করো।  
কী করে ফলাই তোমার মনের মতো শস্য?
তাছাড়া কবিতাও হয়ে ওঠেনি এমন উর্বর ভূমি
যেখানে ঋতুভেদে দ্রোহ প্রেমে রুয়ে দিবো আমি
আরাধ্য শিল্পের উৎকৃষ্ট বীজ।