চামড়া সেলাই করতে করতে নেমে যাচ্ছি,
উঠে আসছি চামড়া সেলাই করতে করতে—আশ্চর্য সুঁই!
জিহ্বায় লেহনের স্বাদ—রক্ত মাংস তরল আগুন!
কোথায় ঢেলে দেবো, কোথায় ফুটবে এই অগ্নিকুসুম ?
ক্ষতবিক্ষত জরায়ু— নিসর্গ, ক্ষমা করো—ক্ষমা করো
এই উন্মাদ চক্ষু—দিবসের সমস্ত আলো ধরে
শুধু চেয়ে আছে অন্ধকারে নির্লিপ্ত !
আর এই দুটি হাত— শত নিষেধ সত্বেও
খুলে ফেলে সব বন্ধ দরজা কপাট!
তবে কি ভিতরে ঢুকে যাবো? শব্দের ভিতর শব্দহীন—অরণ্য আঁধার!
জীবন—জলের অতল গর্ভ বুঝে নেবো অনায়াসে
চরকির মতো ঘুরতে ঘুরতে দেখে নেবো লোকালয়
শুয়োরের বিষ্ঠা কবলিত জলাশয়, চৈত্রের বাঁশঝাড়,
ফড়িংয়ের ঝুলন্ত আবাস, এলোপাথারি ঝড়ো বাতাস—  
কী তীব্র ঝাঁঝ এই বৃশ্চিক সময়—খুলে নেব
নাট বল্টু কলকব্জা,একেবারে নগ্ন নাঙ্গা—জীবিত ও মৃত!    
তৈরি রাখ হাঁড়ি, খড়িকাঠ, জ্বলন্ত উনুন, গোলাপ
উপত্যকা বেয়ে নিচে নেমে যাবো অন্তিম শ্বাস—
যা কিছু আছে জানু ও জঙ্ঘা দেশে ছিঁড়ে খুঁড়ে দখলে নেবো সব
—দখলে নেবো আগুন পানি ঢেউ—উত্তাল সমুদ্র !!