কী এক আশ্চর্য বিষাদে চাঁদের শরীর ফেটে রক্ত পড়ছে !
দুধের মত শাদা রক্তের স্রোতে ভেসে যাচ্ছে
ফুল,প্রজাপতি আর বৃক্ষরাজি ......।
বুনো শুয়োরের ঘোৎ,ঘোৎ শব্দ বুকে আমরা শুয়ে আছি  
স্তব্ধ অরণ্যে সাবেকি নদীর মতো
ঝর্ণার প্রপাতে গা ধুয়ে নিচ্ছে অন্ধকার দাঁতে দাঁত চেপে
একটু পরেই আলো ফুটবে এই ভেবে ।  
জিরাফের মতো গলা বাড়িয়ে পাহাড়গুলো
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আকাশের নীল।
মেঘের সাথে পাল্লা দিয়ে উড়ছে স্বপ্নের সোনালি রাজহাঁস;
আর পুচ্ছে আগুন নিয়ে সশব্দে দৌড়ে পালাচ্ছে বিপ্লবী বনমোরগ।
পাখিদের মিছিলে মশাল হাতে শৃগাল সম্মুখে!
ঝিঝির ডাকে চোখ মেলেছে অলস খরগোশ
আরো কিছুক্ষণ ঘুমোবে তারপর দীর্ঘ হাই তুলে
এক লাফে পেরিয়ে যাবে পৃথিবীর সব কাঁটাতার।  
এদিকে বিশ্বাসের জানু যাপটে ধরেছে সঙ্গমে মত্ত সাপ
গিরগিটির মতো রং বদলাতে বদলাতে  
অশীতিপর কচ্ছ্বপের খোলসে মুখ লুকাচ্ছে ভবিষ্যৎ।