আশ্চর্য এক নষ্ট সময় বইছে ধরায়!
মানুষের বীর্যে মানুষের জন্ম
হয় না আর এই বাংলায়!
রাজপথ থেকে অন্দরমহল
সবখানে শুধু অতিকায় কুকুর
লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়ায়!


আশ্চর্য এক নষ্ট সময় বইছে ধরায়!
কঠিন ব্যাধিতে আক্রান্ত হৃদয়;
ঘাসের ডগায় ঘৃণা জমে রয়!
স্তব্ধ বুকে নেই শোকের ছায়া,
চোখে কেবল হিংসার আগুন;    
প্রতিশোধ স্পৃহায়
হাতে মাখে তাজা খুন!


সত্য-মিথ্যার ভেদজ্ঞানহীন বদ্ধ বোধ;
অন্ধকারে জ্বলে না দীপ
বুকে ভর দিয়ে চলে কতিপয় সরীসৃপ!
আশ্চর্য এক নষ্ট সময় বইছে ধরায়!
মানুষের বীর্যে মানুষের জন্ম
হয় না আর এই বাংলায়!