বেঁচে আছি মানুষ এটাই তো বিস্ময়!  
বিশ্বাসের ফসিলে আগুন দিয়ে
প্রতি মুহুর্তে রক্তে মিশছে সন্ত্রাস !
পলাতক সময় বমি করছে মৃত হৃদপিণ্ডে !    
ভিতরে বাইরে ভাঙ্গাচোরা মানুষ;
দোমরানো মোচড়ানো ভালোবাসার হাত পা।


তবুও আশায় দেখছি তোমার মুখ
প্রেমের সবুজ উদ্যানে গোল চাঁদের মতো ভাসছে
তার রুপালি আলোয় খেলছে মাছ আর প্রজাপতি।
তোমার জ্যোতির্ময় হাত স্বর্গীয় আলোয় পথ
দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অন্তর্লোককে
বিশুদ্ধ সুন্দরের দিকে। আর সত্যের মতো
অমর তোমার চোখ তাবৎ অসত্য ও কদর্যতাকে  
ভেদ করে নক্ষত্রের মতো জ্বলছে মধ্য নিলীমায়।


স্বপ্নের স্রোতে গা ভাসিয়ে জীবনের ব্যাকরণ
খুলে পাঠ নিচ্ছে দুরন্ত শৈশব।
তাজা বকুলের গন্ধে জেগে উঠছে কিশোরী ভোর
শিশিরে স্নান করে সকালের প্রথম রোদ
শুষে নিচ্ছে গ্রামের ক্লান্ত মেঠোপথ।  
অবিরাম শ্রম শেষে তীব্র তমসাচ্ছন্ন রাতে
গোপন অভিসারে যুবক যুবতী সব ফুল ভেবে
আগুনে দিচ্ছে হাত মুঠোয় ধরে সমুদ্র নিনাদ
দারুন মেতে উঠছে জীবন সৃষ্টির খেলায় ।