কেবল তোমার নাম জপতে জপতেই
জলের ফাটলে ঢুকে যাই নিঃশব্দে;
মুছে যায় অজস্র পদচিহ্ন কোমল কান্তি ধুয়ে
রৌদ্রের গান থেমে গেলে
করোটির ভিতর বাসা বাঁধে নষ্টপ্রহর!
এমন সুন্দর হাসি কেন ছড়িয়ে দিলে পথে পথে?
মেঘের ছদ্মবেশে ঢেকে দাও আকাশসুন্দর অন্ধকারে !
কোন ছন্দরঙে রাঙিয়েছ পালক?
আগুনে ভাসবে বলে, বিপুল স্বপ্নে বাঁচবে বলে
ঋতু বিরুদ্ধ এই নক্ষত্র চুম্বন !
এই অরণ্যদিন ঘুচাবে বলেই রক্তকরবীর এমন কান্না !
করগুণে শোধাবে ঋণ ভালোবাসার  
এমন দুঃসাহস!
ভালোবাসা, আজীবন প্রচ্ছন্ন ছায়া বেদনার !