তোমারই শূন্যতার অনুধ্যান জ্বালিয়ে দেয় অষ্টপ্রহর
এই হলুদ অরণ্যে কান্না ছাড়া
আর কোন শুদ্ধতম আবেগ নেই পস্পরকে ছুঁয়ে ফেলার
তারপরও ঘুরে দাঁড়াই ব্যক্তিগত দ্বিধার বিপরীতে
হাড়ের ভিতর আলো জ্বেলে যে আমাকে জাগিয়ে রাখে
ঋতু বিভ্রমে শোক সন্তাপে মৃত অক্ষর ধ্বনি তোলে
সত্তার অন্ধকারে প্রাগৈতিহাসিক দরোজা খুলে
যে পাপ ও স্খলনের কথা বলে          
তারই জলজ সংকেতে ভেসে যাই অনন্ত স্রোতে...