১.
সকলেই চুপচাপ—স্থির জলে বসে ব্যক্তিগত ছায়ায় তা দিচ্ছে
হেঁশেলে হুলো বিড়াল— থমকে দাঁড়ায় গৃহপালিত হাঁস
এক নাশকতা থেকে আরেক নাশকতায়
যেতে যেতে তার ইতস্তত আঙুল বিলি কাটে চুলে
গার্হস্থ্য দুপুর, তন্দ্রার আবেগ মুছে নামে জ্বর—কুসুমের,পাতার
বিকেলের জলছাপে তার ক্ষয়ে যাওয়া মুখ দেখে আঁতকে উঠি !