যদি ব্যর্থ হয়  কবির কলম
থেমে যাবে সময়...!
নিষিদ্ধ হবে প্রেম-প্রণয়
ব্যর্থ হবে বসন্ত!
কি দিয়ে মুছবে বুকের ক্ষত
বিশুদ্ধ কবিতা ছাড়া?


যদি রঙ না পায়-
ব্যর্থ হয় শিল্পীর তুলি!
যদি ব্যর্থ হয় নদী, ব্যর্থ হয় বন,
শুকিয়ে যায় পুষ্প মঞ্জুরী
ব্যর্থ হবে বেঁচে থাকা-যাপিত জীবন
কেমন করে  ভাঙবে এই অচলায়তন?


যদি ব্যর্থ হয় পাখির গান,
জলপতনের ধ্বনি; একদিন
মৃত্যুও ব্যর্থ হবে জানি
কেমন করে সইবে পৃথিবী
এতো ব্যর্থতার গ্লানি?