মেধার তীক্ষ্ণ ছেনি দিয়ে
খোদায় করি তোমাকে প্রতিমুহূর্তে
প্রিয় কবিতা আমার।
দক্ষ ভাস্কর যেমন মর্মর পাথরে
ফুটিয়ে তোলে স্ফটিক চোখ,
নক্ষত্র বুক,গ্রীবায় অগ্নির সুখ
প্রণয়ের অভিলাসে সদা উন্মুখ;
তরপর বেদনার গাঢ় প্রস্রবনে
পরস্পরের অভিমুখে যাত্রা
মৃত্যুকে অগ্রাহ্য করে
পথ খুঁজে পাবে কি বিবর্ণ আত্মা??