বহুদিন সেঁটে আছি এই শহরের দেয়ালে দেয়ালে
পাপ ও ক্ষয়ের চিহ্ন বুকে বিবর্ণ পোস্টারে পোস্টারে
কড়া রোদ ও বৃষ্টির ছাঁটে সব অক্ষর ও প্রতীক মুছে গেছে
কেবল তোমার ভালবাসার দাগ যত্নে আছে...  
যত্নে আছে ফুলের টব, পাখির পালক, নরম সোফা,
মখমল বিছানা কিংবা হলুদ পর্দা ?
ধুলো জমেছে পথের ঘাসে, হৃদয়ের কার্নিশে
আর তোমার কোমল হাত ছোঁয়নি কারও ভালবাসা ?
অনেক স্বপ্ন দেখে যে মরতে চেয়েছিল সুখে
বকুল ঝরা সকালে দুঃখ শিশির ভিজিয়ে দিল তাকে!
পুরান জামার ধুলো মুছে আবার জড়িয়ে নেবে বুকে  
এমন বিশ্বাসে অনেক ভাঙন শেষে
ফিরব বললেই যায় না ফেরা বুকের কাছে, হৃদয়ের কাছে...  
শ্রীহীন এই বিবর্ণ পোস্টারে
তোমার মুখের ছবি উঠবেনা আর ফুটে
গাছ,মানুষ,পাখি কিংবা প্রজাপতি ফুলের গোপন সখি
অথবা অসহ্য নির্যাতনে শুকিয়ে যাওয়া নদী
কি গান শোনাবে জলের সঞ্চালনে ?
               ফেরার মতো ফেরায় হলো না যদি !