বাতাসে এখনো বুনোজ্যোৎস্নার ঘ্রাণ!    
শরীরে জলের মাতাল তরঙ্গ ছলাৎ ছলাৎ
দশ আঙ্গুলের ম্যাজিকে মাথার উপর
এখনো ডিগবাজী খায় গোলচাঁদ।
অথচ বুকের উপর...  
অবিরত পাথর ভাঙে নিশাচর উন্মাদ।


কোন দিকে যাই?
চারপাশে কেবল আলোর আর্তনাদ!
বিজ্ঞাপন খুব সহজেই পথ বাতলে দেয়।
অচেনা মুখের ভিড়ে চেনা মুখ দৌড়ে পালায়।
পল্লবিত বৃক্ষ লতায়, বিহঙ্গ কথায়
শোকচিহ্ন রেখে যায় রক্তাভ সময়।  

মানুষ তো চতুষ্পদ নয়। তবু কেন
ছায়ায় এমন জান্তব অবয়ব পরিদৃষ্ট হয়?
নখড়ে বিষ। হিংস্র থাবায় আকাশ শত ছিন্ন!
সভ্যতার কন্ঠনালী ছিঁড়ে যায়!
কোন দিকে যাই?
বিজ্ঞাপন খুব সহজেই পথ বাতলে দেয়।