এইখানে এসে
থেমে যেতে হয় আমাকে
তোমার চিবুকের খুব কাছে
আগুনের ফুল ফোটে
যেখানে সহস্র চুম্বনে!
হাত বাড়িয়ে
যেই না গেছি ছুঁতে      
অমনি তোমার চোখে
আকাশ কেঁপে ওঠে!
            


এইখানে এসে
থেমে যেতে হয় আমাকে
প্রেমের জলে ধুয়ে
তোমার যুগল চরন
গেছে ছুঁয়ে
যে ধূলোপথে
চিহ্ন ধরে যেই না
পা ফেলেছি
অমনি পথ ভুলে
ভিন্ন পথে গেছি!


এইখানে এসে
থেমে যেতে হয় আমাকে
শিশিরের আঘাতে বকুল
ঝরে যে কাননে
বিলাপ করে!
বহুদূরে ঘুঘুর স্বরে
মধ্য দুপুর ডেকে ওঠে!
সুর মিলিয়ে যেই না
দিয়েছি ডাক
অমনি উঠেছে বেজে
তোমার আমার বিরহ বিলাপ!