বুকে উন্মাদ যমুনা,স্রোতস্বীনি চিরকাল
অনেক জল চুষে নিয়েছে অন্ধকার
তবু তৃষ্ণা মিটেনি তার!
আরো ক্ষুধা আছে প্রেমিকের
জ্যোৎস্নায় করে পানাহার।
বিরহে একবার দগ্ধ হলে হৃদয়
পচেনা তো আর; কারো কারো
চোখের আগে দুঃখ মিনার
শোকে ও সান্ত্বনাতে সমান নির্বিকার!
কেউ কেউ সম্ভোগের পরে
তৃপ্তির ঢেঁকুর তুলে বলে
বেশ হলো ছলেবলে কৌশলে
বিশ্বাস ছুটে গেলে স্তব্ধ হয় আকাশ
ভালোবাসার টুঁটি চেপে ধরে অবিশ্বাস!