আমি তোমাদের প্রত্যকের হাতে হাতে
একটি বিশুদ্ধ কবিতা তুলে দেবো
যার প্রতিটি শব্দ হবে এক একটি তাজা বুলেট
যা তোমাদের বোধের ভিতর কর্ষিত প্রৌঢ় অন্ধকারকে
ঝাঁজরা করে দেবে নিমেষেই! নিঃশ্চিহ্ন করে দেবে
পৃথিবীর সঞ্চিত পাপের অরণ্য! যাতে তোমরা
ছিনিয়ে আনতে পার সেই মোক্ষম সময়-
যখন পাখির গানে ঘুম ভাংবে ক্লান্ত নদীর
একজন শিল্পী নির্বিঘ্নে ছবি আকবে সত্য- সুন্দরের
একজন প্রেমিক গোলাপ গুচ্ছ হাতে নির্দ্বিধায়
হেঁটে যাবে; প্রেমিকার চোখে চোখ রেখে
স্বপ্ন দেখবে জীবনের সমস্ত বেদনা ভুলে।


আমি,তোমাদের শিশুদেরচোখ বেঁধে দেবো
ছন্দের রেশমি রুমালে; যাতে তারা
গান গাইতে গাইতে নির্বিঘ্নে পৌঁছে
যায় মানুষের অভয়ারণ্যে। তাদের স্নায়ুতে
স্নায়ুতে জাগ্রত থাকে বিশুদ্ধ মানবিক বোধ


আমি তোমাদের প্রত্যকের হাতে হাতে
একটি বিশুদ্ধ কবিতা তুলে দেবো। কারন
আমি জানি,একটি বিশুদ্ধ কবিতা মানে
এই দুঃসময়ে বেঁচে থাকার বিশুদ্ধ স্বপ্ন