বিভ্রম হতে ফুটে উঠা ফুল; লক্ষ লক্ষ চুম্বন ছুঁড়ে তাকে ডাকি
এই রাত্রি বাজিয়ে তোমাতে ভ্রমণ  
রক্তাক্ত অধরে লিখে রাখো যত বিপদগ্রস্ত ঘুম, গোপন নির্বাসন—  
ডানার বিহ্বলতা মুছে ঘুরে দাঁড়ায় জীবন সমান দীর্ঘ ছায়া
মজ্জার সাঁতার খুলতে খুলতে বিচিত্র ব্যঞ্জনায়
সংসারে ছড়িয়ে পড়ে ঈশ্বরের কৃপার মতো বিপন্ন মাছেরা
স্বপ্নের ভেতর উঠে বসে মৃতস্বর—!
জলের দরজা খুলে হাঁসফাস এইসব শব্দ-প্রপাত
শুধুই মৃত্যু গাইছে আজ