আবেশে দু’চোখ বন্ধ। পাথর ফেটে ঝরছে জল।  
তোমাকে গেঁথে ফেলেছে মধুময় রাত্রি।
ডানায় হিমের গন্ধ। শরবিদ্ধ শয্যায় নাচছে পোড়া জিভ।
জড় আস্তরণ খুলে স্বাদহীন বর্ণহীন
যা কিছু গ্রোগাসে গিলি—বদহজম, সব বদহজম।


আমি এখন কী করতে পারি—
শবদেহ থেকে উড়ে গিয়ে ফুলে বসছে মাছি!