ভালবাসা খুঁজতে খুঁজতে
আরো একটা শীতকাল গুটিয়ে গেল
তোমার জন্য কিছু আহার পানীয় রাখা আছে
সময়মতো খেয়ে নিও বলেই
বসন্ত বেরিয়ে যাচ্ছে ঝটপট
আকাশের দিকে মুখ করে কৃষ্ণচূড়া ভাবছে
এই বিষণ্ণ নীলে
এতো লাল দিয়ে এখন কী করবো
তোমার জন্য বিকেল সাজাতে সাজাতে
আমিও ক্লান্ত
ব্যালকনিতে ফুলের টব শুকিয়ে যাচ্ছে
বৃষ্টি অথবা তোমার স্পর্শ খুব প্রয়োজন এই শহরে
মানুষ বড় রুক্ষ্ণ
বদমেজাজি একটুতেই কেমন রেগে যায়
একে অপরকে কামড়ে দেয় মাংস খায়
বমি করে না কেউ দিব্যি হজম করে ফেলে
হিংসা ঘৃণার স্তূপ
অন্ধকারে মন্ত্র জপে গোপন চাঁদের চিহ্ন দ্যাখে
যদি কখনও ছুঁয়ে ফেলে ভালবাসার চিবুক
আসন্ন বর্ষাতে ভেসে যাবে এরকমই স্বপ্ন দ্যাখে
বৃষ্টি অথবা তোমার স্পর্শ খুব প্রয়োজন এই শহরে