তোমার স্তব্ধতার ভেতরে
আরও আরও স্তব্ধতা নেমে আসে  
মানুষের পায়ে পায়ে এত দর্প—
অথচ শূন্য খুলি, নধর দেহ জলে ভাসে
বাতাসে শীতল হাত ওড়ে, উষ্ণতা খোঁজে
একবার সাজ খুলে দেখ
ভেতরে থরে বিথরে গেঁথে আছে
তোমারি দেওয়া দাগ—চুম্বন প্রহার
অনেক কিছুই ছিল হারাবার—
চোখের মার্বেল গড়িয়ে গেলে শূন্য চরাচরে
জেগে ওঠে অন্ধ ভাষা
কার কাছে যাব আর— এই সবুজ বৃক্ষ,
আনন্দ ধাম ভেদ করে বুকে উঠে আসে
উত্তপ্ত চাকা !