পাথরে পাথরে ভ্রমণ শেষে
আমার শরীর থেকে বেরিয়ে আসে আরো একটি শরীর- একেবারে অন্যরকম!
তার হাতের রেখায় খেলতে থাকে ভঙ্গুর সময়  
আর স্যাঁতসেঁতে ছায়া থেকে উঠে আসে গাঢ় ঘুম -মৃত্যুর নিজস্ব বয়ান!
জল ও হাওয়ার আন্দোলনে মাটির ভাঁজে ভাঁজে ছড়িয়ে যায় কথার বীজ...
চারপাশের মানুষগুলোও কেমন করে যেন ভুলে যায়
আলোর তীব্র স্রোত- জন্মতিথি,স্মৃতিবৃক্ষ ইত্যাদি... ইত্যাদি...।    
আমার দৃষ্টি থেকেও সরে যায় তোমার সীমান্ত- কেবল থাকে ছেঁড়া চুম্বন, পুষ্প গন্ধ!