@@@@@@@@@@@@@@@@@@@@@@


প্রতি রাতে একটি শিশু হামাগুড়ি দিয়ে
আমার দিকে এগিয়ে আসে
ও যতই আমার নিকটবর্তী হয়
ততই আকারে বড় হতে থাকে
তখন ওকে আমার দৈত্য মনে হয়!
ওর মাথায় আগুনের শিং,
হাতে মৃত মানুষের বিজ্ঞাপন,
চোখে অনেক প্রশ্ন এবং
ওর প্রতিটি প্রশ্নের উত্তর চাই ।
কিন্তু আমি মোটেও প্রস্তুত নই
ও একটি একটি করে আমার দিকে
প্রশ্ন ছুঁড়ে মারতে থাকে...
আর আমি ভয়ে নিজের ভিতর সেঁধিয়ে যাই;
লজ্জায়,ঘৃনায় মৃত্যুকে আলিঙ্গন করে
প্রিয়তমার বুক,চন্দন ব্যূহে মুখ লুকাই!


ওর প্রথম প্রশ্নে
আমার বিশ্বাসের আকাশ থেকে
একটি নক্ষত্র খসে পড়ে এবং
তীব্র চিৎকারে বিস্ফোরিত হয় !


দ্বিতীয় প্রশ্ন শপাং শপাং,
চাবুকের ক্রমাগত কষাঘাত !
অরণ্যে অশ্ব ক্ষুরধ্বনি
স্বপ্ন পালিয়ে যায়
লুপ্ত হয় আলো, পড়ে থাকে
ক্ষত বিক্ষত অন্ধকার।


তৃতীয় প্রশ্ন করার আগেই...কেঁপে ওঠে নভঃতল;
অগ্নিবানে বিদ্ধ হয়ে
শিশুটি কোথায় যেন মিলিয়ে যায়
কোথায় যায় জানি না।


কিন্তু আমি...
নির্বাণ প্রাপ্তির লোভ সামলাতে না পেরে
অধর ভেবে বার বার চুমু খাই
                মৃত গোলাপে!
নাগরিক জঙ্ঘায় ঝুলন্ত চাঁদ
তখন
আমাকে দেখে হাত তালি দেয়;  
বিলবোর্ডে আল্পনা আঁকে মধ্য রাতের উন্মাদ !


প্রতি রাতে একটি শিশু হামাগুড়ি দিয়ে
আমার দিকে এগিয়ে আসে
আর আমি ভয়ে নিজের ভিতর সেঁধিয়ে যাই;
লজ্জায়,ঘৃনায় মৃত্যুকে আলিঙ্গন করে
প্রিয়তমার বুক, চন্দন ব্যূহে মুখ লুকাই!


@@@@@@@@@@@@@@@@