আমরা আপনাদের হারে হারে চিনি...
যারা প্রকাশ্য চুম্বনের প্রতিবাদে রাস্তায়
নামতে পারেন;
গেল গেল রব তুলে সমাজটাকে অস্থির করে তোলেন;
আমরা জানি, এই আপনারাই একটু পরে
ঘরের জানলা,দরজা বন্ধ করে নীল আলোয়
সেই চুম্বন দৃশ্য কল্পনা করে আত্মরতিতে মত্ত হবেন!  
আনন্দহীন অতৃপ্ত সঙ্গম আর মধ্যবিত্ত গোঙানি শেষে  
রোজ সকালে একটি অসমাপ্ত রাত পকেটে করে  
আপনারা রাস্তায় বেরিয়ে পরেন এবং  
ব্যক্তিগত পোশাকের আড়ালে খুব যত্নে
লুকিয়ে রাখেন তাবৎ অশ্লীলতা।  

আমরা আপনাদের হারে হারে চিনি...
যারা খুব যত্নে এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন
যেখানে আলোর ছন্মবেশে কেবল
ভয়ংকর অন্ধকার দাপিয়ে বেড়ায়!
হিংসা আর লোভের লকলকে জিহ্বা
সুন্দরের শরীর চেটে ক্ষতবিক্ষত করে নিমেষেই;
আপনাদের কার্ণিশে কার্ণিশে ঝুলে আছে
একেকটি খুন একেকটি ধর্ষণ...  
আপনাদের সুসজ্জিত বাগানে কোন পাখি নেই,
সঙ্গীতে বিবর্ণ শোক ও আর্তনাদ
আর উল্লাস ধ্বনি সারমেয় চীৎকার!  


আমরা আপনাদের হারে হারে চিনি...
যারা আমাদের চলার পথে ছড়িয়ে দিয়েছেন
অবিশ্বাস আর ঘৃণার টুকরো টুকরো বিষাক্ত ফলা
আর আড়াল থেকে অবলোকন করেছেন  
কতটা ক্ষরণ আমরা সহ্য করতে পারি!


অথচ আপনারা আমাদের হাতে ধরিয়ে দিতে পারতেন
গুচ্ছ গুচ্ছ গোলাপ, টুকরো টুকরো আকাশ...
সৃষ্টি করতে পারতেন ভালোবাসার সীমাহীন
সবুজ প্রান্তর।


হ্যাঁ... আপনাদেরকে বলছি...
আমাদের পথে এখন চাঁদ রক্তাভ জোছনা ছড়ায়!
আমরা এখন তাবৎ অবিশ্বাস ও ঘৃণা
এক ফুঁৎকারে উড়িয়ে দিতে পারি;
আমরা এখন প্রকাশ্য চুম্বনের সাহস রাখি!
যদিও জানি, এটা কোন বিপ্লব নয়,  
গভীরতর ভালোবাসার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ মাত্র।