আমাদের নিয়তির ভিতর জল ঢুকে পরেছে
ভেসে যাওয়া ছাড়া আর কোন গত্যন্তর নেই
এসো একে অপরকে খুলে খুলে দেখি  
কার শরীরে ক’টা দাগ  
বিবিধ অসুখের ভালবাসার ঘৃণার অন্ধকারের
ভাতঘুমে আবিষ্ট চোখ এলোমেলো স্বপ্ন দেখে
আঁতকে ওঠে পোড়া ধানক্ষেত
মা আমাদের বসিয়ে রেখে আহার খুটছেন
মাটি থেকে ছাই উড়ছে ধুলো উড়ছে- অশ্রু  
শস্য পোড়ার শোক সামলে উঠতে উঠতে          
দিগন্তরেখায় নুয়ে পড়েছে ব্লেডে ক্ষতবিক্ষত চাঁদ  
প্রতিরোধের দেয়ালে কার আঙ্গুলের অস্পষ্ট ছাপ
শেষ প্রহরে মিছিলের মতো পাখির ঝাঁক নেমে আসে
প্রান্তরের ঘাসে ছড়িয়ে দিতে উত্তাপ