পুষ্পের অভিশাপ হাতে
দাঁড়িয়ে আছি ধ্বংসের মুখে;
বুকে চন্দ্রাহত রাতের আর্তনাদ
চোখে ফেনিল সমুদ্র কল্লোল
আর মানুষের
সাজানো সংসার একাকার!


ভুলে গেছি জীবন পোড়ানোর দর্শন।  
শুধু জানি, যা কিছু বদলাতে হবে
তা আমাদের পোশাকের মতো নয়
ইচ্ছে করলেই যখন তখন...
শরীর থেকে খুলে ফেলে
আবার নতুন করে পরা যায়।