তোমার ভিতর এতো মোহ, এতো আলো
আলোর ভিতর এতো অন্ধকার কীভাবে ধারণ করো?
ঘুমের মতো গাঢ় এই বেঁচে থাকা মৃত্যুর সামিল
তবু তোমার থেকে মুখ ফেরাতে পারি না বলে
ফিরে আসি বার বার, কড়া নাড়ি দরজায়
ভেঙে ফেলি পদাঘাতে দুঃস্বপ্নের সকাল    
করতলে সবুজ ঢেউ নিয়ে জেগে ওঠেনি কেউ  
ভালবাসা এইভাবে ছুঁড়ে ফেলে আমূল
সব দাগ মুছে ভেসে যাই স্মৃতির মেরুন স্রোতে
কে পারে মেনে নিতে হৃদয়ের এই অপচয়      
তবু ফিরে আসি বার বার বাঁচার লোভে
ছুঁয়ে থাকি তোমার ভিতরের গাঢ় অন্ধকার !!