###  গতকাল রাতে আমার মনে হল লেখা কয়েকদিন বন্ধ রাখা উচিত। লেখার মধ্যে যেন প্রাণ ফুটে উঠছে না...সব লেখা যেন গতানুগতিক হয়ে যাচ্ছে। মন বড় অস্থির হয়ে উঠছে... যা লিখতে চাইছি, যেরকম ভাবে লিখতে চাইছি লেখাটা ঠিক হয়ে ঊঠছে না। তাই ভাবলাম কয়েকদিন শুধুই পড়ব কিছুই লিখব না... পড়তে গিয়ে টের পেলাম লিখব কি লিখব না এই বিষয়টা আর আমার নিয়ন্ত্রনে নেই... মাথার ভিতর শব্দগুলো বলকাতে লাগল... অগত্যা কি আর করার লিখতেই হল...


**দ্বৈরথ**


সমস্ত পৃথিবী আগুনের ফুলকিতে উন্মাদের মতো নাচছে।
একজন প্রেমিক ইরেজার দিয়ে ঘষে চাঁদের কলঙ্ক মুছছে  
আর গুনগুন করে গান গাইছে...
আমাদের গোলাপ বাগানের দরোজা এখন বন্ধ।
চারপাশে রঙ করা ছায়ার মতো ছড়িয়ে পড়ছে
নকল দাঁতের হাসি আর বিচ্ছিরি রকমের দুর্গন্ধ।  
অরণ্যের জুলফি নিংড়ে পড়ছে সুন্দরের শিশির।
স্তূপীকৃত শিলাখন্ডের মতো জমে যাওয়ার ভয়ে
আমরা পরস্পরকে আঁকড়ে ধরে ক্লেদাক্ত জীবনের  
ওম নিচ্ছি আর একটি রক্তপাতহীন ব্যবস্থার আকাঙ্ক্ষায়  
তীক্ষ্ণ ধারালো ছুরিতে বসে ভালবাসা ও স্বপ্নের কথা বলছি!