ফিরতে তো চাই কিন্তু কিভাবে ফিরবো ?
হাতে পায়ে এতো কলঙ্ক পাঁক
ধুয়ে মুছে সাফ ছুতোর হতে আরো একটা জন্ম লাগবে
আমার অন্ধকার হজম করতে করতে
তুমি নিজেই মিশে যাবে অন্ধকারে, এতো কালো ভিতরে বাহিরে
সমুদ্রও ফিরিয়ে দেবে!


ফিরতে তো চাই কিন্তু কিভাবে ফিরবো ?
এখনো ভুলতে পারিনি ভেসে যাওয়া খড়কুটো, পাতার শোক
সেই বিহ্বল চোখ! মাটিও শোষণ করেনি সব দূষিত রক্তমাংস
অনেক হিসেব নিকেশ বাকি
মাথা ভর্তি ঘুণপোকা নিয়ে তোমার কাছে যেতে যেতে
জ্যোৎস্না শুকিয়ে যাবে


ফিরতে তো হবেই কিন্তু কিভাবে ফিরবো ?
ভাবতে ভাবতে রাত বিতে যাবে নিদ্রাহীন
তবু দরজাটা খোলা রেখ
কোন এক কাক ডাকা ভোরে ঠিক পৌঁছে যাবো