সবায় যখন বিভোর ঘুমে
আমি কবি- তখন
শব্দ দিয়ে সময় ধরি
প্রেমের পায়ে দিয়ে বেড়ি
ছন্দে ছন্দে জীবন গড়ি।


বনের শব্দ, মনের শব্দ,
জলের শব্দ, পাখির শব্দ
সুখ- দু:খের নানাবিধ শব্দ
বুকে নদীর মতো বয়ে চলি
             এই তো আমি কবি।


বোধের সাথে বুদ্ধির খেলা
নিঠুর প্রেমের দারুণ অবহেলা
কবির চোখে বৃষ্টি নামে
              মধ্যদুপুর বেলা।


মাথার উপর আকাশ উধাও
থাকে না তো মনের ভাও;
কবি, কেমন করে ভালোবাসার
                    ঘর আটকাও।


ঝড়ো হাওয়ায় কাপে
যখন বৃক্ষলতা
কবির উদরে তখন
শ্বেত পাথরের জ্বালা।


সর্প বিষে করে না ভয়
মনের বিষে সদাই সংশয়
প্রিয়ার চোখে জ্বলে আগুন
কবি দ্যাখে পোড়ে আস্ত ফাগুন।


চারপাশে শুধু বুলেট বোমা
গান যখন আর কেউ শোনেনা
কবি তখন বাজায় গিটার
বাড়িয়ে দিয়ে ভয়েস মিটার।


সবায় যখন রক্ত হাতে
নাচে বিজয় উল্লাসে!
আমি কবি শান্ত থাকি
     কেমন করে?
তাই তো লিখি বিদ্রোহ চিৎকারে।