কোথায় রাখি তোমাকে বেদনাহত এই রাতে?
যখন বুকের সীমান্তে ইঞ্চি ইঞ্চি শূন্যতা
শুষে নেয় অন্ধকার; করপুটে কবোষ্ণ জীবন,
আলপনার বাহার অনায়াসে অন্তর্লীন...
কালের অভিঘাতে বিধ্বস্ত স্বপ্নের সানুদেশ;
পঙ্গপালের আক্রমনে ক্ষত-বিক্ষত অরণ্য
সবুজের ভাসমান আর্তনাদে চৌচির জন্মভূমি!
তবু আস্থা রেখে পরস্পরে...
এসো নেমে যাই জীবনের আরো গভীরে
যেখানে জলের দাগ এখনো আছে
প্রস্তর মুকুরে বিম্বিত
টুকরো টুকরো হৃদয় সর্বশেষ সঞ্চয়;
আকাঙ্ক্ষার অসীমে ভেসে যাই...
সমস্ত স্তব্ধতা ছুঁড়ে ফেলে...
উৎসবে,উল্লাসে ভালোবাসা জন্মায়  
একান্ত শৈল্পিক কায়দায়!
নিয়তির দাম্ভিক নির্দেশ উপেক্ষা করে
ঘর্মাক্ত পৃথিবীর গ্রীবায় এঁকে দিই দৃঢ় পদচিহ্ন!