হামাগুড়ি দেওয়া শিশুর মতো
কবিতা হেঁটে বেড়ায়
করোটির উঠোনে- বারান্দায়
ফোঁটায় ফোঁটায় অমাবস্যার
রাত ঝরে বুকের পরে
জীবন যখন বিদ্রুপ করে
গহন শরীর তোমার জেগে ওঠে
মেধা ও মননে শব্দ ছন্দের ফুল ফোটে
নিভাঁজ জলপ্রপাত হয়ে পরো ঝরে
হৃদয়ের অন্দর মহলে
ঋতুমতী কিশোরীর উচ্ছ্বাস হয়ে
ছড়িয়ে যাও দিক-দিগন্তে
একেই তো কবিতা বলে
সনাতন শ্লোক বোধের আর্শিতে
শিষ দিয়ে বলে -
কোথায় সেই শব্দ কারিগর
তোমার ভিতর?
এবার সাজাও তোমার সংসার।।