এখানে তুমি গোলাপ খোঁজো
গোলাপ কোথায়?
পৃথিবী ছেয়ে আছে
        রক্ত-পুঁজ আর বিষ্ঠায়!


এবার তুমি বেরিয়ে এসো,
নিজস্ব নাচের মুদ্রা থেকে--
বুকের অর্গল খুলে
          বিশুদ্ধ হাওয়া নাও


রৌদ্রে শুকাও শোকার্ত হৃদয়।


তারপর ঘুরে দাঁড়াও,দ্যাখো-
আস্ত রাত দুলছে কেমন নষ্ট হাওয়ায়
কাঁদছে কেমন নিঃসঙ্গ চাঁদ
                   বিরহ জ্বলায় !


এবার তুমি লেহন করো
এই আমাকে আপাদমস্তক
               লেহন কর...  
জীবন ছেনে শিল্প আনো!

ছড়িয়ে দাও অগ্নি অক্ষর !
দাহ করো...ভস্ম করো
সকল অভিশম্পাত!
বুকের উপর বসিয়ে দাও
               স্বর্ণ মোহর!
যেন দাঁত বসাতে না পারে আর
               গাঢ় অন্ধকার।